গুগল প্রযুক্তি জগতের এক বিস্ময়ের নাম।
google আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছে। দিয়েছে স্বাচ্ছন্দ। গুগলের সার্ভিস এর মধ্যে অন্যতম একটি হচ্ছে গুগল ম্যাপ।
গুগল ম্যাপ দিয়ে আমরা পৃথিবীর অজানা স্থানকে জানতে পারি। পৃথিবীকে পাই হাতের মুঠোয়।
গুগল ম্যাপ ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের গন্তব্যে যেতে পারি। আজকে আমরা জানবো গুগল ম্যাপে এর অজানা একটি অতি প্রয়োজনীয় সার্ভিস সম্পর্কে।
এই অজানা প্রয়োজনীয় সার্ভিসটা হচ্ছে লোকেশন শেয়ারিং। গুগল ম্যাপ দিয়ে আপনি আপনার লোকেশন কাউকে জানাতে পারবেন।
আবার অন্য যে কেউ আপনার সাথে তার লোকেশন শেয়ার করতে পারবে।
মনে করুন ঢাকা শহরে আপনি আপনার দূর সম্পর্কে খালার বাসায় যাবেন।
কিন্তু আপনি আপনার খালার বাসার ঠিকানা জানেন না চিনেন না।
এক্ষেত্রে আপনি লোকেশন শেয়ারিংয়ের মাধ্যমে খুব সহজে আপনার খালার বাসায় পৌঁছে যেতে প
এছাড়া মনে করুন আপনার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের সাথে আপনি দেখা করবেন তখন লোকেশন শেয়ারিং এর মাধ্যমে খুব সহজে আপনারা একে অপরের সাথে দেখা করতে পারবেন।
তাহল জেনে নেয়া যাক কিভাবে গুগল ম্যাপ ইউজ করে লোকেশন শেয়ার করবেন।
প্রথমেই আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি google শেয়ারিং সেবা নিতে হলে আপনার অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে।
আজকাল আসলে সবারই জিমেইল অ্যাকাউন্ট থাকে তাই আপনাদের এক্ষেত্রে জিমেইলের কথা না বললেই মনে হয় ভালো হতো। তবুও স্মরণ করিয়ে দিলাম।
যাইহোক ধরে নিলাম আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট আছে।
এখন যদি আপনি আপনার লোকেশন শেয়ার করতে চান।
- প্রথমে আপনার স্মার্টফোনের ডাটা চালু করুন। গুগল ম্যাপে অ্যাকাউন্ট লগইন করা না থাকলে লগইন করে নিন।
- google map অ্যাপস এর ভিতরে প্রবেশ করুন।
- এবং গুগল ম্যাপের উপরে ডান দিকে আপনার জিমেইল প্রোফাইল পিকচারে ক্লিক করুন ।
- এবার একটি মেনু দেখতে পাবেন যেখানে বিভিন্ন ধরনের ফিচার থাকবে। মেনুর নিচের দিকে লোকেশন শেয়ারিং অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
- এবার শেয়ার লোকেশন অপশনে ক্লিক করুন।
- এখন আপনাকে দুটি অপশন দেখাবে। দুটি অপশন দিয়ে আপনি কতক্ষণ লোকেশন চালু রাখতে চান সেটি সেট করে দিবেন।
- আপনি চাইলে সবসময়ের জন্য লোকেশন শেয়ারিং চালু রাখতে পারবেন। আবার যে কোন সময় বন্ধ করে দিতে পারবেন।
- আপনি যদি নির্দিষ্ট সময়ের জন্য অন রাখতে চান তাহলে প্লাস মাইনাস ক্লিক করে নির্দিষ্ট টাইম সেট করতে পারবেন।
- আর আনটিল ইউ টার্ন দিস অফ সিলেট করলে আপনি বন্ধ না করা পর্যন্ত লোকেশন শেয়ারিং ফিচার চালু থাকবে।
- এবার যার সাথে অর্থাৎ যে ইমেইলের সাথে লোকেশন শেয়ার করতে চান তা সিলেক্ট করুন। এবং শেয়ারে ক্লিক করুন।
- আপনার লোকেশন অর্থাৎ জিপিএস চালু রাখুন।
আপনার লোকেশন শেয়ার হয়ে গেল এবার আপনি যার সাথে লোকেশন শেয়ার করেছেন তিনি google ম্যাপস অ্যাপ এ প্রবেশ করলে আপনার অবস্থান দেখতে পাবে।
Tags:
TECHNOLOGY