Gmail google এর অন্যতম জনপ্রিয় একটি সেবা দানকারী ।
অ্যাপ্লিকেশন জিমেইল দিয়ে বিশ্বের যেকোন স্থানে যে কাউকে আপনি বার্তা পাঠাতে পারবেন।
সাথে ছবি ও ভিডিও দিতে পারবেন।
বর্তমানে gmail যে কোন অনলাইন ব্যবসার সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত।
ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রাহকের সাথে যোগাযোগ করার জন্য জিমেইল ব্যবহার করে থাকে।
এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য জিমেইল প্রয়োজন হয়।
সোজা কথায় বললে এই ডিজিটাল যুগে জিমেইলের বিকল্প কিছুই নেই।
এর গুরুত্ব অনস্বীকার্য।
তাই আমাদের জিমেইলটি হওয়া চাই প্রফেশনাল।
তাই জিমেইল খোলার আগে জিমেইল এড্রেস সঠিক ও সুন্দরভাবে দিতে হয়। এবং জিমেইল নামটিও যাতে জিমেইলটি প্রফেশনাল লাগে।
যাইহোক জিমেইল খোলার পর যদি আপনার জিমেইল এড্রেস চেঞ্জ করতে হয় সেটা চেঞ্জ করা খুবই কঠিন।
সে ক্ষেত্রে জিমেইল এর কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে বিষয়টি সমাধান করার জন্য।
তাই জিমেইল এড্রেস নাম দেয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন
তবে জিমেইলের নাম খুব সহজেই পরিবর্তন করতে পারবেন।
চলুন জেনে নেয়া যাক কিভাবে আমরা আমাদের জিমেইল নেম চেঞ্জ করবো সে সম্পর্কে:-
মনে করুন আপনার নাম Atik।
এবং আপনি একটি অ্যাকাউন্ট খুললেন এবং অ্যাড্রেস এর ইউজার নাম দিলেন Atikbd@gmail.com।
কিন্তু ভুলে আপনার নাম দিয়ে ফেললেন Atak। এখন আপনি এটা পরিবর্তন করতে চাচ্ছেন।
চলুন কিভাবে জিমেইল অ্যাকাউন্ট নাম পরিবর্তন করব তা জেনে নেই:-
- আপনি যদি আপনার জিমেইল নেম চেঞ্জ করতে চান তাহলে প্রথমে আপনি আপনার ফোনের ডাটা অন করে নিন।
- ডাটা অন করার পর আপনার ফোনের থেকে যে কোন ব্রাউজারে ঢুকে gmail লিখে সার্চ করুন।
- gmail লিখে সার্চ করলেই জিমেইল এর ওয়েবসাইট পাবেন জিমেইলের ওয়েবসাইটে প্রবেশ করুন।
- আপনার জিমেইল লগইন করা না থাকলে লগইন করে নিন এবার জিমেইল ওয়েবসাইটের ডান দিকে সেটিং আইকনে ক্লিক করুন।
- এবার আপনি মেনু থেকে see all settings এ ক্লিক করুন।
- এবার আপনি কিছু ট্যাব দেখতে পাবেন যেখান থেকে account and import সিলেক্ট করুন।
- এবার আপনি নিচের দিকে send mail as এর ডানপাশে edit info নামে একটি বাটন পাবেন ওখানে ক্লিক করুন।
- এবার আপনাকে একটি নতুন উইন্ডোতে নিয়ে যাবে।
- সেখান থেকে আপনি আপনার নেইমের নিচে খালি বক্সে আপনার জিমেইলের নতুন নাম দিয়ে সেভ চেঞ্জ এ ক্লিক করুন।
এভাবে আপনার জিমেইল খুব দ্রুতই চেঞ্জ করতে পারবেন।
Tags:
TECHNOLOGY