মানুষ প্রাচীনকাল থেকেই তাদের চাহিদা এবং যোগান কে ভাগাভাগি করে নিচ্ছে, আর আর তাদের চাহিদা এবং যোগান কে ভাগাভাগি করে নেওয়ার প্রক্রিয়াই হচ্ছে কেনাবেচা।
মানুষ আদিম যুগ থেকেই কেনাবেচা করে আসছে। প্রাচীনকাল থেকেই মানুষ একটি নির্দিষ্ট জায়গা ঠিক করতো কেনাবেচার জন্য সেটাকে বাজার বলা হত। আর এই বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচা হত।
বর্তমান আধুনিক পৃথিবীতে এই কেনাবেচার সাথে যোগ হয়েছে নতুন মাত্রা। এখন আর আপনাকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচার জন্য ঘরের বাহিরে যেতে যেতে হয় না। আপনি ঘরে বসে আপনার প্রয়োজনীয় পণ্যটি যেমন ক্রয় করতে পারছেন তেমনি আপনার আপনার পন্য বিক্রি করতে পারছেন।
এক্ষেত্রে পায়ে হাটে বাজারে গিয়ে কিনতে হবে না, আপনাকে আপনার পণ্যটি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে, আপনার সময় নষ্ট হবে না আপনাকে কষ্ট করে বাহিরে যেতে হবে না।
যিনি বিক্রেতা তারও সুবিধা রয়েছে বিক্রেতা ঘরে বসে তার পণ্যটি অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে বিক্রি করতে পারছেন। তার দোকান ভাড়া দিতে হচ্ছে না, যাতায়াত খরচ সহ আরও অনেক খরুচে তার বেঁচে যাচ্ছে। তাই বলা যায় এই আধুনিক যুগে কেনাবেচার সহজ ও সাশ্রয়ী পদ্ধতি হচ্ছে অনলাইন মার্কেটপ্লেস।
আজকে আমরা জানবো বাংলাদেশ টপ কয়েকটি অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে:-
Daraz
দারাজ ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর পণ্য সেবা শুরু হয় পাকিস্তান থেকে।
২০১৫ সালে দারাজ বাংলাদেশে তার পণ্য সেবা শুরু করে।
দারাজ বাংলাদেশের সব থেকে গ্রোয়িং মার্কেটপ্লেস। দারাজ আলিবাবার অঙ্গপ্রতিষ্ঠান। দারাজে আপনার নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য পেয়ে যাবেন। ছেলেদের ড্রেস,মেয়েদের,ড্রেস,মোবাইল ল্যাপটপ,কসমেটিক্স থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট আপনি দারাজে পেয়ে যাবেন।
দারাজ আপনার প্রোডাক্ট দিতে সাধারণত 3 থেকে 5 দিন সময় নিবে এবং গ্লোবাল প্রোডাক্ট এর ক্ষেত্রে 20 থেকে 30 দিন সময় নিয়ে থাকে।
Chaldal
চালডাল হচ্ছে বাংলাদেশের প্রথম দিকের মার্কেটপ্লেস গুলোর মধ্যে একটি।
2013 সালে চালডাল প্রতিষ্ঠিত হয়। চালডাল মূলত মুদি কনসেপ্ট এর উপর প্রতিষ্ঠিত।
এখানে আপনি চাল ডাল মাছ মাংস থেকে শুরু করে সকল মুদিপণ্য পেয়ে যাবেন। চালডাল যেহেতু মুদি পণ্য সরবরাহ করে তাই পণ্য ডেলিভারি খুব দ্রুত গতির হয়ে থাকে।
Rokomari
রকমারি হচ্ছে ভিন্নধর্মী একটা প্রতিষ্ঠান। যেখানে আপনি পৃথিবীর যে কোন লেখক এর বই সহজেই পেয়ে যেতে পারেন।
রকমারি 2012 সালে প্রতিষ্ঠিত হয়।
রকমারি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস।
রকমারি ঢাকার ভিতরে পণ্য ডেলিভারি তে সাধারণত দুই থেকে তিন দিন সময় নিয়ে থাকে এবং ঢাকার বাহিরে সর্বোচ্চ সাতদিন সময় নিয়ে থাকে।
Ajkerdeal
বাংলাদেশের অন্যতম পুরাতন অনলাইন মার্কেটপ্লেস হচ্ছে আজকের ডিল।
আজকের ডিল 2011 সালে প্রতিষ্ঠিত হয়|
আজকেরডিলে আপনি ছেলে মেয়েদের পোশাক,কসমেটিক মোবাইল থেকে শুরু করে সকল প্রকার ইলেকট্রনিক গ্যাজেট পেয়ে যাবেন।
আজকের ডিল পণ্য ডেলিভারি দিতে সাধারণত এক এক থেকে সাত দিন সময় নিয়ে থাকে।
Othoba
অথবা হচ্ছে প্রাণ-আরএফএল এর অঙ্গ প্রতিষ্ঠান।
এখানে এখানে প্রাণ-আরএফএল এর পণ্য ছাড়াও অন্যান্য পণ্য বিক্রি করা হয়।অথবা খুবই কম সময়ে তাদের পণ্য ডেলিভারি দিয়ে থাকে।
Pickaboo
ইলেকট্রনিক্স পণ্যের সমাহার মানেই পিকাবো।
পিকাবো মোবাইল ঘড়ি থেকে শুরু করে সকল প্রকার electronics-gadgets বিক্রি করে থাকে। পিকাবো খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে।
Bdshop
বিডি শপ বেশ কিছুদিন হল তাদের ব্যবসায় এসেছে|
দিনদিন তারা খুবই ভালো সার্ভিস দিচ্ছে তারা মূলত ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে তবে তারা তাদের পণ্য দিন দিন বাড়িয়ে চলছে।
Shajgoj
সাজগোজ 2020 সালে প্রতিষ্টিত হয়। তারা মূলত কসমেটিকস প্রসাধনী সামগ্রী নিয়ে কাজ করে থাকে।
Walcart
Walcart মূলত 2021 সালে ওয়ালটনের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। এখানে শুধু ওয়ালটনের প্রোডাক্ট নয় অন্যান্য প্রোডাক্টও পেয়ে যাবেন।
Foodpanda
ফুডপান্ডা মূলত খাবার ডেলিভারি প্রতিষ্ঠান।
বিভিন্ন নামি দামি, ছোটবড় রেস্টুরেন্টের খাবার আপনি এখানে অর্ডার দিতে পারবেন।