১০ টি সেরা ওয়েব ব্রাউজার


ইন্টারনেট দুনিয়ায় প্রবেশের দরজা হলো ব্রাউজার। ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে গুছিয়ে আপনার সামনে যিনি পৌছে দেন তিনিই হলেন ইন্টারনেট ব্রাউজার। এইযে আপনি আমার ব্লগটি পড়তেছেন এটাও আপনি একটি ব্রাউজার ব্যবহার করে পড়তেছেন হতে পারে সেটা গুগোল গরম মজিলা ফায়ার ফক্স বা অন্য কিছ। 



 ইন্টারনেট দুনিয়ায় হাজার হাজার ছবি ভিডিও লেখালিখি থাকে বস্তুত এগুলো এলোমেলো অবস্থায় থাকে। এই এলোমেলো অগোছালো কনটেন্ট গুলোর মধ্য থেকে ভালো কনটেন্ট গুলো সাজিয়ে আপনার কাছে পৌঁছে দেয় ইন্টারনেট ব্রাউজার।


 ব্রাউজার প্রত্যেক ব্যবহারকারীর কাছ থেকে ডাটা কালেক্ট করে এবং জনপ্রিয় কনটেন্ট যেগুলো ব্যবহারকারীর নিকট অধিক পছন্দনীয় সেগুলো সবার উপরে আপনার সামনে হাজির করে।  




 আপনি ব্রাউজারের সাধারণ কার্যাবলী সম্পর্কে জানলেন। এবার আমি আপনাকে জানাবো নিরাপত্তা ও ইউজার ফ্রেন্ডলি দশটি ওয়েব ব্রাউজার সম্পর্কে :-



Google Chrome




গুগল ক্রোম ব্রাউজার যেটাকে আমরা ক্রোম ব্রাউজার বলি এটি রিলিজ করেছেন গুগোল 2008 সালের সেপ্টেম্বর। 


বর্তমানে সকল স্মার্টফোনের ডিফল্ট হিসেবে এই ব্রাউজারটি দেওয়া থাকে।


 এটি দ্রুত গতির ইউজার ফ্রেন্ডলি একটি ওয়েব ব্রাউজার। এটি প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং সার্ভিস আর ইউজার ফ্রেন্ডলির দিক থেকে সবার থেকে এগিয়ে যাচ্ছে। এটি দিয়ে খুব সহজে যেকোনো ওয়েবের তথ্য পাওয়া যায়
 বিভিন্ন ধরনের ইউজার ফ্রেন্ডলি এক্সটেনশন এই ব্রাউজারটি কে সবার থেকে এগিয়ে রাখবে।
  
আপনি আপনার সুবিধার জন্য হাজার হাজার এক্সটেনশন পাবেন। যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। 

কিছুদিন আগের এক জরিপ থেকে জানা যায় 2.6 বিলিয়ন মানুষ ক্রোম ব্রাউজার ইউজ করে। বিশ্বের প্রায় ষাট শতাংশ মানুষ ক্রম ব্রাউজার ইউজ করে। ক্রোম সবথেকে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার।

 ক্রোম উইন্ডোজ লিনাক্স ম্যাক ওএস অ্যান্ড্রয়েড আইওএস ও ক্রোমওএস এ ব্যবহার করা যায়।




Mozilla Firefox




মজিলা ফায়ারফক্স যেটাকে আমরা ফায়ারফক্স বলে থাকি। ফায়ারফক্স একটি প্রথম দিককার ওয়েব ব্রাউজার। এটি ফ্রী এবং ওপেনসোর্স ওয়েব ব্রাউজার। মজিলা ফাউন্ডেশন 2002 সালের 23 সেপ্টেম্বর এটি রিলিজ করে। 


মজিলা ফায়ারফক্স জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় ওয়েব ব্রাউজার। ক্রোম এর পরই এর অবস্থান। মজিলা ফায়ারফক্স একটি টপ ইউজার ফ্রেন্ডলি ব্রাউজার। 

বর্তমানে এর ব্যবহারের কারীর সংখ্যা 10 কোটি।


 এটি উইন্ডোজ লিনাক্স ম্যাক ওএস অ্যান্ড্রয়েড আইওএস ক্রোমওএস এবং বিএসডিএস অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।  




Microsoft Edge




microsoft এজ 2015 সালে microsoft  বাজারে আনে। এটা খুব অল্প সময়ের মধ্যে মানুষের হৃদয় জয় করে নিয়েছে।


 অন্যান্য অন্যান্য সেরা ওয়েব ব্রাউজার গুলোর সকল ফিচার এটাই রয়েছে।


 microsoft এজ নিঃসন্দেহে একটি অন্যতম সেরা ব্রাউজার। এটি উইন্ডোজ ম্যাক ওএস অ্যান্ড্রয়েড আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়।  





Opera





অপেরা 1995 সালের এপ্রিলে অপেরা সফটওয়্যার কোম্পানি কর্তৃক রিলিজ করা হয়। অপেরা জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার।


 অপেরা হচ্ছে সবথেকে লাইট ও ফিচার কিং অপেরার এমন অনেক ফিচার রয়েছে যেগুলো অন্য ব্রাউজার এ নেই।

 অপেরার নিরাপত্তাব্যবস্থা অসাধারণ। 


অপেরা ব্রাউজার এ ক্রোম এর এক্সটেনশনস ইনস্টল করে ব্যবহার করা যায়। 


এটি উইন্ডোজ ম্যাক ওএস অ্যান্ড্রয়েড লিনাক্স আইওএস বেসিক ফোন অপারেটিং সিস্টেম ইউজ করা যায়। 




Safari





সাফারি টেকজায়েন্ট অ্যাপল 2003 সালে সাফারি রিলিজ করে। ম্যাকওএস এবং আইওএস এর ডিফল্ট ব্রাউজার হিসেবে এটা থাকে।


 অ্যাপল দাবি করেছে তাদের অপারেটিং সিস্টেম অর্থাৎ ম্যাক ওএস ও আই ও এস এ সাফারি অন্যান্য ব্রাউজার এর তুলনায় ফাস্ট লোড করতে সক্ষম। 


এটা শুধু অ্যাপেল এর অপারেটিং সিস্টেম আইওএস ও ম্যাক ওএস এ এ ব্যবহার করা যায়।  




Uc Browser




ইউ সি ওয়েব ব্রাউজার ২০০৪ সালের আগস্ট মাসে জাভা ফোনের জন্য তৈরি করা হয়ে থাকে।পরে এটা অন্যান্য অপারেটিং সিস্টেমও রিলিজ করা হয়। 


ইউসি ব্রাউজারপ্রায় সব সাইটের ভিতর প্রবেশ করতে পারে। এছাড়া অন্যান্য ফিচার ওয়েব ব্রাউজার টি তে রয়েছে। যেমন ডার্ক মোড স্পিড বুষ্ট ইত্যাদি। 


এটি উইন্ডোজ এন্ড্রয়েড ম্যাক ওএস এবং আইওএস বেসিক ফোন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।




Brave




ব্রেভ একটি অন্যতম জনপ্রিয় ওয়েব ব্রাউজার।  ব্রেভ একটি প্রাইভেসি প্রোটেক্টেড ওয়েব ব্রাউজার। এটা গ্রাহকের তথ্য গোপন রাখে


এটি উইন্ডোজ ম্যাক ওএস লিনাক্স অ্যান্ড্রয়েড এবং আইওএস এর মত অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। 






Vivaldi



ভিভালদি মূলত একটি পিসি ব্রাউজার। এটি 53 টি ভাষা সাপোর্ট করে। 

পিসি ইউজার ফ্রেন্ডলি হলেও এটি অ্যান্ড্রয়েড উইন্ডোজ ম্যাক ওএস লিনাক্স অপারেটিং সিস্টেম এ ব্যবহার করা যায়।




DuckDuckGo




ডাকডাকগো ব্রাউজার পৃথিবীর সবথেকে বিশ্বস্ত ওয়েব ব্রাউজার। ব্যবহারকারীর তথ্য সে গোপন রাখে। এবং সংগ্রহ করে না।


ব্যবহারকারীর সুরক্ষা দেওয়ায় ডাকডাকগো সব থেকে এগিয়ে থাকবে।


 আট ফেব্রুয়ারি 29 2008 সালে রিলিজ করে ডাকডাকগো। এটি প্রায় সব অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।




Chromium




ক্রোমিয়াম ক্রোম এর মত একটি ওয়েব ব্রাউজার। এটিকে ক্রোম ব্রাউজারের লাইট ভার্সন বলা যেতে পারে।




Epic



হিডেন ইনফরমেশন ট্র্যাকার থেকে বাঁচার জন্য বেস্ট ওয়েব ব্রাউজার হচ্ছে এপিক। 

এটি এন্ড্রোয়েট ম্যাকওএস উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।

Post a Comment

Previous Post Next Post